বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খিলগাঁও থেকে সাইবার অপরাধে ১ ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থেকে সাইবার অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 
গ্রেফতারকৃতের নাম মো. সালমান মিয়া (২৩)। তিনি নারীদের ছবি এডিট করে সোস্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও চিত্র ও ছবি তৈরি করে ছড়িয়ে দিতেন বলে র‍্যাব সূত্র জানায়।

আজ বেলা পৌনে ১২ টার দিকে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, শনিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে খিলগাঁও এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত  সালমান মিয়া দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে ফেইক এডিটের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ