শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

নুরুল ইসলাম, গাইবান্ধা : আন্তর্জাতিক মানের শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষার্থী নের্টওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে গাইবান্ধায় ‌‌‍গণ উন্নয়ন কেন্দ্রে’র উদ্যোগে জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উদ্বোধনের মধ্য দিয়ে নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এ শিক্ষা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর করলো।

শনিবার সকালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পাটিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের (মাধ্যমিক -২) অতিরিক্ত সচিব রবিউল ইসলাম ,গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে গণ উন্নয়ন কেন্দ্রে’র নির্বাহী পরিচালক ও জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম আব্দুস সালাম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পাটিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের (মাধ্যমিক -২) অতিরিক্ত সচিব রবিউল ইসলাম ,গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। আরো বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রে’র উপদ্ষ্টো বিগ্রেডিয়ার জেনারেল (অবসর) আসাদুজ্জামান সোবাহানী, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুজ্জামান খান বাবু ,নির্বাহী কমিটির সদস্য সচিব জনাব শামীমা মাহমুদা ইয়াসমিন, গাইবান্ধার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা ,প্রভাষক আব্দুর রশিদ ,নাছিম সুলতানা রেখাসহ অন্যান্যরা। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্র তিন যুগের বেশি সময় ধরে উপানুষ্ঠানিক, প্রাক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটি।

এটি গাইবান্ধা জেলা শহর সংলগ্ন গাইবান্ধা-সাঘাটা রোডে নশরৎপুর গ্রামস্থ আধুনিক স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি স্থাপতি করা হয়েছে। এখানে নানা জাতের ফুল ও ফলদ গাছপালায় সবুজায়নে সজ্জিত করা হচ্ছে ।

শিশু থেকে যেকোন বয়সী মানুষ এই ক্যাম্পাসে আসলেই মন প্রস্ফুটিত হয়ে উঠবে। পুরোপুরিভাবে কোলাহলমুক্ত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সুবিশাল শিশু ও কিশোরদের জন্য দুটি পৃথক খেলার মাঠ তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ ও মানসম্মত আবাসন ব্যবস্থা। অনুষ্ঠান পরিচালনার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ অডিটোরিয়াম ও পৃথক সাংস্কৃতিক চর্চা কক্ষ। ভবনের নীচ তলায় থাকছে সুবিশাল কাফেটেরিয়া।

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যই এটি তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক জিম ও সুইমিংপুল। স্কুল ভবনের সাথেই দূরের দর্শনার্থী অভিভাবকদের জন্য নির্মিত হয়েছে আবাসিক সুবিধা। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য থাকছে বেশ কয়েকটি পরিবহন ব্যবস্থা।

পাঠদানের পাশাপাশি কালচারাল ক্লাব, বিতর্ক ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান, লোগো ও রোবোটিকস ক্লাবের মাধ্যমে সহপাঠক্রমিক কার্যক্রম যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে প্লে গ্রুপ থেকে কেজি পর্যন্ত কেমব্রিজ ইন্টারন্যাশনাল কারিকুলামে পাঠদান করা হবে। শিক্ষার্থীদের কমপক্ষে তিনটি ভাষায় দক্ষ করে গড়ে তোলা হবে। তবে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলামে পাঠদান করা হবে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জহুরুল কাইয়ুম জানান, ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। পড়ালেখার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের ভালো নাগরিক হিসেবে তৈরি করতে চাই। এজন্য শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনো পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে । এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কোন প্রকার কোচিং বা প্রাইভেট পড়তে হবে না। শিক্ষার্থীরা যাতে সাবলীলভাবে বাংলা ও ইংরেজিতে কথা বলতে ও লিখতে পারে এজন্য বিশেষ পদক্ষেপ থাকবে। শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী নিয়ে নিবিড়ভাবে পাঠদান দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ