সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সিজারে ভুল করায় প্রসূতির অভিযোগ

নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজার (অপারেশন) এ ভুল করায় সিভিল সার্জন এর দপ্তরে অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী প্রসূতি শাপলা বেগম।অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করেছেন সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা।

ভুক্তভোগী শাপলা বেগম সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যধানঘড়া গ্রামের নাজমুল হাসানের স্ত্রী।

অভিযোগে জানা গেছে, শাপলা বেগম গভবর্তী অবস্থায় শারীরিক অসুস্থজনিত কারণে গত ৮ এপ্রিল গাইবান্ধা পৌর শহরের এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারের পরামর্শ নিতে গেলে ডাক্তার পরীক্ষা শেষে এদিনই ভর্তি হয়ে সিজার (অপারেশন) করার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক ওই হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তার সিজার (অপারেশন) সম্পন্ন করেন। সিজারের পর শিশু বাচ্চা সুস্থ থাকলেও শাপলা বেগম প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরে আসেন। ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবন করতে থাকেন। এতেও সুস্থ না হয়ে আরও অসুস্থ হয়ে পড়লে গত ১২ মে রংপুর শহরে পপুলার ডায়াগনষ্টিক ডাক্তারের পরামর্শ নিতে যান। সেখানে ডাক্তারের পরামর্শে আলট্রাসোনগ্রাম বাদে ৫ টি পরীক্ষা করেন। পরীক্ষা শেষে শারীরিক কোন সমস্যা নেই মর্মে ডাক্তার রিপোর্ট দেন। সেই সাথে জ্বরের ঔষধের জন্য আবারও ব্যবস্থা পত্র প্রদান করেন।

এ ব্যবস্থা পত্রেও কিছু দিন ঔষধ সেবনে সুস্থ না হওয়ায় গত ১ জুন গাইবান্ধা শহরের সোনারবাংলা ডায়াগনষ্টিক সেন্টারে এসে ডাক্তারের পরামর্শ মতো আলট্রাসোনগ্রাম করেন। রিপোর্ট দেখে ডাক্তার জানান, সিজার অপারেশনে ত্রুটির ফলে পেটের ভিতরে ঘা হয়ে ইনফেকশন হয়েছে। এ আলট্রাসোনগ্রামসহ ৬ টি পরীক্ষা এবং কয়েক দফা ব্যবস্থাপত্র নিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও এখনো সম্পূর্নরুপে সুস্থতা লাভ করতে পারেননি।

তাই এ ব্যাপারে ভুক্তভোগী শাপলা বেগম সিজার (অপারেশন) কাজে এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তারের অবহেলা এবং ত্রুটিকে দায়ী করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবীতে গত ৬ জুন সিভিল সার্জন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ওই দিনই গাইবান্ধা সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি বোর্ড গঠন করে দিয়েছেন। বোর্ডকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

                                                                                                                            বিস্তারিত আসছে.....
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *