শুক্রবার, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গাছায় বিএনপি নেতা মোশারফ ভূঁইয়া স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. আশরাফুল ইসলাম, গাজীপুর: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল- এ স্লোগানে, গাছা থানা যুবদলের সাবেক সদস্য সচিব মরহুম মোশারফ হোসেন ভূঁইয়া’র স্মৃতি স্মরণে আন্তঃগাছা মেট্রো থানা স্কুলভিত্তিক ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় গাজীপুর মহানগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপরিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্নে নূরুল ইসলাম ব্যাডমিন্টন একাডেমিতে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় একাডেমী মাঠ খেলাপ্রেমীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে এক উৎসবমুখর পরিবেশে রুপ নেয়।

অনুষ্ঠানে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল (সিপাই)। প্রধান অতিথি তার বক্তব্যের একপর্যায়ে মোশারফ হোসেন ভূঁইয়া স্মরণে নতুন প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এমন খেলাধুলার আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত সংশ্লিষ্টদের।

সমাপ্তি পূর্বলগ্নে বক্তব্যে গাছা থানা বিএনপির সাধারন সম্পাদক ও অনুষ্ঠান সভাপতি কামাল উদ্দিন, প্রয়াত বিএনপি নেতা মোশারফ হোসেন ভূঁইয়া স্মরণে বলেন, বিগত সরকারের আমলে আমরা রাতে বাড়িতে থাকতে পারি নাই, বিভিন্ন স্থানে পালিয়ে ছিলাম। তারপরও ভূঁইয়ার নেতৃত্বে অনেক লোকের বহর নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতাম। কিন্তু আজ দুঃখের বিষয় আমাদের বাড়িতে ঘুমানোর সুযোগ হয়েছে। কিন্তু ভূঁইয়া আমাদের মাঝে নেই। তাই মোশারফের স্মরণে এ খেলা যেন আজীবণ থাকে যুবসমাজসহ সকলে খেয়াল রাখবেন।’ তিনি একাডেমি ও খেলা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএসএম নাইম ও কামারজুরী ইউসুফ আলী উচ্চ- বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, আলহাজ্ব লেহাজ উদ্দিন ভূঁইয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সরকার, থানার বিএনপির সহ সভাপতি ও ৩৫ নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম, গাছা থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইফতেখার আহমেদ রিপন, কেন্দ্রিয় ওলামা দলের সদস্য ও গাছা থানা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আব্দুল মোমেন প্রমূখ।

অনুষ্ঠানে মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও গাছা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস ছালাম ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আশরাফুর রহমান জুয়েল তাজ, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, থানা বিএনপির সদস্য সেলিম ভূঁইয়া, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুজন মালিখা, নগরীর ৩৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাসির মণ্ডল, সম্পাদক রাসেল, ব্যবসায়ী ফজলু ভূঁইয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, নূরুল ইসলাম ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে, স্থানীয় খেলাপ্রেমী যুবকদের আয়োজনে খেলা পরিচালনা করেন একাডেমির সদস্যরা। আয়োজকরা হলেন, স্থানীয়দের মধ্যে রিফাত সরকার, শহিদুল ইসলাম ভূঁইয়া, সামী ভূঁইয়া, কামরুল ইসলাম ভূঁইয়া, মাহিন ভূঁইয়া, সাকিব ভূঁইয়া ও আব্দুল্লাহ্ প্রমুখ।

খেলায় অনুর্ধ্ব বালক বিজয়ী কামারজুড়ি ব্যাডমিন্টন দলকে ৬ হাজার ও রানার্স আপ নুরুল ইসলাম ব্যাডমিন্টন দলকে ৩ হাজার নগদ ও উর্ধ্ব বালক বিজয়ী নুরুল ইসলাম ব্যাডমিন্টন দলকে ১০ হাজার ও রানার্স আপ দলকে ৫ হাজার নগদসহ ট্রফি তুলে দেন অতিথিরা। জানা যায়, এ টুর্নামেন্টে অনুর্ধ্ব গ্রুপে ৪০টি বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানিক ছাত্রদের দল, ও উর্ধ্ব গ্রুপে ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *