
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর এর মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় রোববার বিকেল ৪টায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আন্দোলন আহত একাধিক পরিবারের সঙ্গেও প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন। তখন আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহীদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আরিফুল ইসলাম, শহীদ রস্তুম মিয়া, শহীদ আবদুল্লাহ, শহীদ ইলিম হোসেন ও আহত হয়ে চোখ হারানো আনোয়ার এর পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।