
আব্দুর রহমান, সাতক্ষীরা: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘প্রশাসনের মদদে হামলা চালানো হয়েছে’, ‘গোপালগঞ্জে হামলা কেন? জবাব চাই’, ‘আওয়ামী সন্ত্রাস নিপাত যাক’, ‘কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন স্লোগান দিতে থাকেন।
বক্তব্য দেন সংগঠনটির সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত রহমান, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ ও আবু হাসান।
বক্তারা বলেন, “প্রশাসনের নীরবতায় সন্ত্রাসীরা হামলা চালাতে সাহস পেয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।” এ সময় আগামীকাল সকাল ১১টায় সাতক্ষীরায় আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।











