শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মিহির মন্ডল, পিরোজপুর: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকার উদ্যোগে এবং পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় পিরোজপুর উপজেলা শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সটি ৮ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে ২০২৫ পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনআইএলজি-এর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এবং জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোঃ ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় আরও দক্ষ ও কার্যকরভাবে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *