
আবু শামা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের তিন নেতাদের মারধরের ঘটনার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোড অবরোধ করলে সন্ধায় পুলিশ সুপার আব্দুল মান্নান গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেন শাখা ছাত্রলীগ। তিনি আশ্বাস দিয়ে বলেন, আজকে রাতের মধ্যে আমরা হামলাকারীদের গ্রেফতার করবো। আপনার চলে যান। নেতাকর্মীরা নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা আপনাদের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে
এর আগে (৮ই মার্চ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেন সাম্প্রতিক সময় বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।
এসময় তারা দোষীদের দ্রুত গ্রেফতার এবং প্রক্টরের পদত্যাগ দাবি জানান।
এসম তারা স্লোগান দে, ‘সুষ্ঠু বিচার করিয়ে দে, না হয় গদি ছাড়ায় দে’, ‘প্রক্টরের দূর্নীতি মানিনা না মানব না’, ‘প্রক্টরের কালো হাত ভেঙে দাও, এক দফা এক দাবি প্রক্টরের পদত্যাগ চাই’ আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’।
এর আগে দুপুরে বুধবার (৮ই মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিনের দোকানে সামনে ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেছে রেজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি, হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি বিপ্লব চন্দ্র দাস, ইকবাল, স্বজন বরণ বিশ্বাসসহ ১২ থেকে ১৫ জন কর্মী।
এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহান।