
মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: বার আউলিয়া হাইওয়ে থানার অন্তর্গত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এসএআরএম ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামমুখী লেনের উপরে একটি বেপরোয়া গতির লং ভেহিকল অজ্ঞাতনামা পথচারী নারীকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পরবর্তীতে বেলা সোয়া ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের টিম লং ভেহিকল গাড়িটি জব্দ করে বার আউলিয়া হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়। দুর্ঘটনার পর লং ভেহিকল গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় ২০১৮ সালে সড়ক পরিবহন আইনে মামলা রুজু হয়। মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।











