
চট্টগ্রাম ব্যুরো: হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইসতিয়াক বছরব্যাপী নানান মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। শিক্ষা জীবনে যেমন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনি শিক্ষকতা জীবনেও চালিয়ে যাচ্ছেন এসব সেবা কার্যক্রম। তবে এখন আরো বেড়ে চলেছে ইসতিয়াকের মানবিক কার্যক্রম।
এতিম, বিধবা, পথ শিশু, দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে এখন প্রায় দেখা যায় এই শিক্ষককে। সমাজ সেবার ব্রত নিয়ে তিনি এখন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন মানবসেবা। গত কয়েক বছর ধরে চলছে শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইসতিয়াকের নিয়মিত নানান মানবিক আয়োজন।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এই শিক্ষক সমাজের পীড়িত মানুষের পাশে থাকেন বিভিন্নভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ, কুরআন শরীফ, মাদ্রাসায় টেবিল-বেঞ্চ, মাদ্রাসা শিক্ষার্থীদের পোষাক ও শিক্ষা সামগ্রী বিতরণ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার নগরীর দক্ষিণ কাট্টলী বনিকপাড়া এলাকায় মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ ও খাবার বিতরণ করেন এই মানবসেবার ফেরিওয়ালা।