মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে স্থানীয় সরকার সংষ্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসমান গনি, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইউএনডিপি এর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ এবং সদস্যবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, বিআইএসএস-এর পরিচালক ড. মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। যাদের দক্ষতা ও যোগ্যতা রয়েছে তাদেরকে যেন নির্বাচনের সাথে সম্পৃক্ত করা হয়। জনমুখী প্রশাসন বিনির্মাণের জন্য প্রশাসকগণ জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন, তাদের সমস্যা সমাধান করবেন। জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। আমরা বিশ্বাস করি, স্থানীয় সরকার ব্যবস্থাকে একটি টেকসই, অংশগ্রহণমূলক ও গতিশীল সিস্টেমে পৌঁছে দেয়াই এ কমিশনের লক্ষ্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *