শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল হাশিমপুর ইউনিয়নের আলতাজ খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাশেম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, আরিফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা শেখ টিপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির চৌধুরী, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু, আওয়ামী লীগ নেতা জাকের হোসেন, শওকত হোসেন ফিরোজ, শেখ হেলাল উদ্দিন, শাহিদুল কবির চৌধুরী শাহিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও তরুণ শিল্প উদ্যোক্তা আফনান ইসলাম, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আ.ন.ম হাসান চৌধুরী, চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দীন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর মোজাম্মেল হক, ইউপি সদস্য ফজলুল হক আইয়ুব, গোলাম নবী, যুবলীগ নেতা নুরুল আমজাদ চৌধুরী, আবদুর রহমান, কাজী শিমুল, ফরমান, বদিউল আলম, সাইদুল কবির সায়েম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম তুষার, ইমরান হোসেন, নুরুল আবছার, নাঈমুল ইসলাম আকাশ, মো.। সোহেল প্রমুখ।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি এবং জামাতের লোকজন ব্যাংকে টাকা নাই বলে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই। তিনি আরো বলেন, বর্তমান শীত মৌসুমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ