মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ

মারুফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। তবে আজও পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ মাঠে নামায় তাদের স্বাগত জানিয়েছেন সবাই।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটপাট হয়। অনেক হতাহতের মধ্যে আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশ শূণ্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটে থেকেও চলে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে সড়কে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা সামাল দিতে মাঠে নামে শিক্ষার্থীরা। তারাই গত কয়েকদিন দায়িত্ব পালন করছিলেন। এক সপ্তাহ পর আজ মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ।

বিশ্বরোড মোড়ে এক ট্রাফিক পুলিশ বলেন, গুরুত্বপূর্ণ সব মোড়ে ট্রাফিক পুলিশ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে একযোগে কাজ করছি। প্রথম দিনে তারা আমাদের উৎসাহ যুগিয়েছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবাই কাজ করছেন। সাধারণ মানুষও আমাদের স্বাগত জানিয়েছে।

এক শিক্ষার্থী বলেন, আমরা ৬ আগস্ট থেকে সড়কে কাজ করছি। আমরা প্রশিক্ষিত না হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছিলো। ট্রাফিক পুলিশ নামায় আমরা খুশি। যাদের কাজ তাদেরই মানায়।

বিশ্বরোডে এক গাড়িচালক জানান, শিক্ষার্থীরা কড়াভাবে ট্রাফিক আইন ফলো করছিলো। তাদের কারণে সড়কে যে চাঁদাবাজি হচ্ছিলো তা বন্ধ হয়ে গেছে। আশাকরি সেটি যেনো আবার চালু না হই সেদিকে ট্রাফিকদের লক্ষ্য রাখতে হবে। ট্রাফিক বিভাগ জনবান্ধব হবে সেই প্রত্যাশা করছি।

শান্তি মোড়ে এক পথচারী বলেন, পুলিশ উঠে যাওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিলো। শিক্ষার্থীরা হাল ধরলেও সেটা পর্যাপ্ত ছিলো না। সড়কে ট্রাফিক পুলিশ নামায় শৃঙ্খলা ফিরবে। তাদের স্বাগত জানাচ্ছি।
এদিন অন্যান্য দিনের চেয়ে সড়কে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। রিকশা, অটোরিকশার পাশাপাশি বাস ট্রাকের সংখ্যাও বেড়েছে সড়কে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ