সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহকরা

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা ভৌতিক বিলে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিনিয়তই এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।

দিশেহারা গ্রাহকরা জানান, যথাসময়ে পল্লী বিদ্যুৎ অফিসে ভৌতিক বিলের ব্যাপারে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। এতে করে অনেকেই হতাশা হয়ে পড়েছে।

পৌরসভার সুন্দরপুর গ্রামের মৃত নুর হোসেনের নামে মিটার নম্বর ১০৩১০২১১৯৪১০০ তার ছেলে তানভীর হোসেন পরিচালনা করে থাকে। তানভীর হোসেন গত ২ মাস বাড়িতে বিদ্যুৎ ব্যবহার না করলেও তার মিটারে ১৮০ ইউনিট করে বিল ২ মাসে ৩৬০ ইউনিট বিল তৈরি করা হয়। অথচ সে এক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার করে নাই। তিনি এ প্রতিকার পাওয়ার জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নিকট রোববার অভিযোগ দায়ের করেছেন। তার মতো অনেক ভুক্তভোগী অভিযোগ করেও তেমন কোনো ফল পায়নি বলে খোঁজ নিয়ে জানা যায়।

এ ব্যাপারে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মহিউদ্দিন মোশাহেদুল্লাহ সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *