আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল পৌর শহরে উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে গত মঙ্গলবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজার মনিটরিং করা হয়।
এ সময় অবৈধভাবে ফুটপাত দখল রাখা, পৌর লাইসেন্স ও হালনাগাদ না থাকায় ৯ ব্যবসায়ীর নগদ ১৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান। এসময় তাকে সহযোগিতা করেন পুলিশ, আনসার, পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ ও ছাত্র প্রতিনিধিরা।
আকিব ওসমান জানান, চাটখিল বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং বাড়তি দামে পণ্য বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।