বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে কানাডা প্রবাসীকে প্রাণনাশের হুমকি

আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের উত্তর রেজ্জাকপুর গ্রামের কানাডা প্রবাসী মো. হাসান তুষার ও তার পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মাহমুদুল হাসান শামিম ঐ ইউনিয়নের মুরাইম আকু আলী মুন্সী বাড়ির আবুল হোসেনের ছেলে। এই ব্যাপারে প্রবাসীর ভাই মো. হোসেন তানভীর গত মঙ্গলবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান শামিম আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে সরকার দলীয় নেতাকর্মীদের সাথে ছবি তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন প্রভাব বিস্তার করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় বিএনপির কর্মী হিসেবে দাবি করে প্রতারণা করে আসছেন। তিনি নিজেকে প্রশাসনিক কর্মকর্তা, আবার কখনো নিজেকে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে বেড়ায়।

শামিমের এসব কর্মকাণ্ডে বিষয়ে কানাডা প্রবাসী মো. হাসান তুষার প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। গত ১৮ সেপ্টেম্বর দুপুরে শামিম তার ব্যবহৃত মেসেঞ্জার Shamim Khan আইডি হইতে আমার বড় ভাই মো. হাসান তুষার নামক আইডিতে ফোন দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তুষার শামিমের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মর্মে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে। স্বীক্ষারোক্তি না দেওয়া তুষারকে এবং আমাদের পরিবারের লোকজনকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধনের হুমকি দেয়।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই আমজাদ হোসেন চৌধুরী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ