
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করার কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার দশঘরিয়া বাজার এলাকায় খাল পরিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।
ভেকু মেশিন দিয়ে খালের আবর্জনা সরানোর ব্যবস্থা করা হয়। দশঘরিয়া বাজার কমিটি সভাপতি মাহবুব রাব্বানী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সহ বাজারের ব্যবসায়ী, সাংবাদিক প্রভাষক জসিম মাহমুদ, ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী, সমাজ সেবক ফয়েজ শেখ, সেলিম তপদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












