
আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): চাটখিল থানা পুলিশ রোববার দুপুরে উপজেলা হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কেশুরবাগ এলাকার কাজি বাড়ির পার্শ্ববর্তী মাঠ থেকে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা বন্যার পানিতে ভাসে উঠা লাশ দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজন তার লাশ শনাক্ত করে। তার নাম মিজানুর রহমান মহিন (৫০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা।
চাটখিল উপজেলার গোবিন্দপুর জমাদ্দার বাড়ি তার শ্বশুরবাড়ির। তার স্বজনরা জানান, গত শুক্রবার মহিন নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে টাকা লেনদেন এর কারণে তাকে হত্যা করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, তার গায়ে কিছুটা আঘাতের চিহ্ন দেখা যায়। লাশ ময়নাতদন্তের পূর্বে কিছু বলা যাচ্ছে না। দুপুরে তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে থানা অপমৃত্যু মামলা হয়।












