
আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী) : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দুলালপুর গ্রামে (১৬ আগস্ট) শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে চাচাতো জেঠাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহত সাইমন (৭) সাইফুল ইসলামের ছেলে ও মোহাম্মদ ইশান (৫) আবু ইউসুফের ছেলে তার দুজন সম্পর্কে আপন চাচাতো জেঠাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির চলাফেরার রাস্তায় তারা দুই ভাই খেলাধুলা করছিল। মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলো। বেশ কিছুক্ষণ সময় তাদেরকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে তাদের বসত ঘরের পাশে তাদের একজনের একটি জুতা দেখতে পায় এবং আরেকটি জুতো পুকুরে ভাসতে দেখা যায়।
তখন তাদের মনে সন্দেহের কৌতুহল সৃষ্টি হয়, একপর্যায়ে তারা কান্নাকাটি শুরু করলে তাদের প্রতিবেশী মাসুদ ও ভাগিনা হৃদয় পুকুরে নেমে যায়, পরে মাসুদ আর হৃদয় পুকুরের অনেক গভীর থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।