রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে বিয়ের ১২দিন পর বাবার বাড়িতে বেড়াতে এসে আবার গোপনে বিয়ে করার অভিযোগ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার পশ্চিম পরকোট গ্রামের আবদুল করিম পাটোয়ারী বাড়ীর মুনছুর হেলালের ছেলে ফয়সাল পাটোয়ারী (২১) স্ত্রী জান্নাতুল মিথি (১৮) বাবার বাড়িতে বেড়াতে এসে আবার গোপনে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ফয়সাল পাটওয়ারী তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন গত শনিবার রাতে তার শশুর, শাশুড়ী সহ চার জনকে আসামী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায় , গত ৯ই ফেব্রুয়ারি নোয়াখালী আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেবিট করে ফয়সাল পাটোয়ারীর সাথে একই গ্রামের নুর নবী চৌধুরীর মেয়ে জান্নাতুল নাঈম মিথির আট লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের দশ দিন পর গত ১৯ ফেব্রুয়ারি মিথী তার বাবার বাড়ীতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর তার পিতা, মাতা, বড় ভাই ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ মাসুদ আলমের সহযোগিতায় মেয়ের বিয়ের কথা গোপন রেখে তাকে প্রবাসী এক ছেলের সাথে পুনরায় বিয়ে দেয়। এ খবর জানাজানি হলে ফয়সাল তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য স্থানীয় ব্যক্তিবর্গের কাছে বিচার দাবি করেন। এতে সে কোন সাড়া না পেয়ে গত শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করে। ফয়সাল রোববার দুপুরে চাটখিল প্রেসক্লাবে এসে থানার অভিযোগসহ তার বিয়ের কাবিন নামা, নোটারী ও কাগজপত্র উপস্থিত সাংবাদিকদেরকে দেখান।
এ সময় তিনি বলেন, তার স্ত্রীকে অবৈধভাবে বিয়ে দেওয়া হয়েছে। তিনি তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করবেন। চাটখিল থানার ডিউটি অফিসার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও তিনি কোন সহযোগিতা করেননি বলে জানান।

এই বিয়ে সঠিক হয়েছে কিনা জানার জন্য চাটখিল পৌরসভার কাজী মাওলানা নেছার আহম্মদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এই বিবাহ কোনভাবেই সঠিক হয়নি। মেয়েকে দিয়ে ছেলেকে তালাক দিলেও ৯০ দিন অতিবাহিত হওয়ার আগে বিবাহ দেওয়া ধর্মীয় মতে সম্পূর্ণ হারাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *