
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে চাটখিলে গত ৪দিনে ২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
চাটখিল উপজেলার রামগঞ্জ সড়কের ফায়ার সার্ভিসের সামনে গত শনিবার রাতে এডভোকেট সোহাগ হোসেনের পরিবারকে ২টি মোটর সাইকেলযোগে পাঁচজন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
অপরদিকে গত ১৩ মার্চ রাতে নোয়াখলা ইউনিয়নের মোবারক খাঁ পোল সংলগ্ন স্থানে ঐ ইউনিয়নের আব্দুর রব মাষ্টার বাড়ি ফাহিম বিন হানিফ তার স্ত্রীকে নিয়ে চাটখিল বাজার থেকে মিশুক গাড়িতে করে মোবারক খাঁ পোল সংলগ্ন স্থানে পৌঁছালে অস্ত্রধারী কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন ভাষায় গালমন্দ করে ফাহিম বিন হানিফ ও তার স্ত্রী ফাতেমা আক্তারের একজোড়া কানের স্বর্ণের দুল, নগদ ২৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়। এই ব্যাপারে ফাহিম বিন হানিফ বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ফাতেমা আক্তার দৈনিক যায়যায় কাল কে জানান, থানায় অভিযোগ দায়ের করার ৪দিন অতিবাহিত হলে পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি।
এই ব্যাপারে চাটখিল থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।