
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে পূর্ব শত্রুতার জের ধরে মাহমুদুর রহমান রোমান (২৭) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা ।
রোববার (৬ নভেম্বর) রাতে মাহমুদুর রহমান দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। মাহমুদুর রহমান রোমান ঘাটলাবাগ ইউনিয়নের কাজি বাড়ির মো. সিরাজুল ইসলামের ছেলে।
এই ঘটনার পর ৭ নভেম্বর সোমবার বিকেলে সন্ত্রাসীরা মাহমুদুর রহমান রোমনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে মাহমুদুর রহমান রোমানের ফার্মেসিতে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা । পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রোমান ফার্মেসি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে রোমান ফার্মেসির প্রায় ৭০/৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা মাহমুদুর রহমান রোমানকে মেরে ফেলার উদ্দেশ্যে প্রথমে তার উপর হামলা চালায়। তাকে পিটিয়ে আহত করে। পরবর্তীতে বাড়িতে গিয়ে মাহমুদুর রহমান রোমানকে না পেয়ে তার বসত বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে এবং রাতে তার দোকানে আগুন লাগিয়ে দেয়।