
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ছয়ানীটবগা (রমজান আলী মুন্সি বাড়ির) ইসমাইল হোসেনের ছেলে চাটখিল বাজারের মের্সাস নয়ন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. আরিফুল হক (৩৬) গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে জুমার নামাজ পড়তে ছয়ানীটবগা বাচ্চু লন্ডী জামে মসজিদের সামনে নিজের ব্যবহৃত মোটরসাইকেল রেখে নামাজ পড়তে মসজিদে যান। পরবর্তীতে নামাজ পড়ে এসে গাড়ির কাছে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি কোথাও পায়নি।
এই ব্যাপারে আরিফুল হক বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় চাটখিল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আরিফুল হক গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে জুমার নামাজ পড়তে তাদের পাশ্ববর্তী বাচ্চু লন্ডী জামে মসজিদে নামাজ পড়তে যান। তিনি নামাজ পড়ে গাড়ির কাছে গিয়ে দেখেন গাড়িটি কে বা কারা তার ব্যবহৃত APPACHI RTR 150CC, যাহার রেজিঃ নং নোয়াখালী-ল – ১১-০৫৬২, ইঞ্জিন নং C1K2061813, চেসিস নং MD624HC1XC2G15918, COLOR – GREEN, যাহার বর্তমান বাজার মূল্য ১,৯৯,০০০/- (একলক্ষ নিরানব্বই হাজার) টাকা। পরে গাড়িটি না পেয়ে আরিফুল হক চাটখিল থানার অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে চাটখিল থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।