
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কামাল মিয়া (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত কামাল মিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত কালা মিয়ার ছেলে। গুরুতর আহত হচ্ছে ঐ এলাকার আব্দুল গোপরানের ছেলে মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন মিনহাজ (২৪)। গুরুতর আহত মিনহাজ কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০টার দিকে বটতলা বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে নিহত কামাল মিয়া ঘর থেকে বাহির হয়ে বটতলা বাজারে যাওয়ার পথে বাজারে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে মিনহাজ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পথচারী কামাল মিয়াকে ধাক্কা দেয় । কামাল মিয়া ধাক্কা খেয়ে পাশে কবরস্থানের গাইড ওয়ালে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে ও চালক মিনহাজও গুরুতর আহত হয়। এসময় আহত অবস্থায় স্থানীয় লোকজন কামাল মিয়া ও মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে কামাল মিয়া মারা যায়।
মিনহাজ নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী আরমান হোসেন মোটরসাইকেল নিয়ে সরে পড়ে।
৭নং ওয়ার্ডের বাসিন্দা আহম্মেদ সোবহান আজাদ বলেন, অল্প বয়সের ছেলেরা মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কামাল মিয়া লাশ ময়নাতদন্ত শেষে গত শনিবার বিকেলে তার মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।