
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার দশঘরিয়া গ্রামের মো. শাহ আলম হেঞ্জু মিয়ার ছেলে বাবুল হোসেন (২৮) ও শিশু অপহরণ মামলার ওয়ারেন্টের আসামি পরকোট গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মাঈন উদ্দিন (৩৫)-কে গ্রেফতার করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।