সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলের নাবিলা (জাকসু) নির্বাচনে রোকেয়া হলের জিএস নির্বাচিত

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) স্বতন্ত্র পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন এর মেয়ে নাবিলা মেহজাবিন। তিন বোন ও এক ভাইয়ের পরিবারের মধ্যে বড় ভাই শামসুল আরেফিন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্বে আছেন।
নাবিলা মেহজাবিন চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। তিনি জাবি অর্থনীতি বিভাগ শিক্ষার্থী সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাবিলা মেহজাবিনের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ডে প্রথম থেকেই সম্পৃক্ত থেকেছেন এবং হল সংসদের নির্বাচনে নির্বাচিত হতে সাধারণ ছাত্রীরা তাকে উৎসাহিত করেছেন এবং নির্বাচিত করেছেন। তিনি তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে হল ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবং নির্বিঘ্ন পাঠদানের পরিবেশ নিশ্চিতে হল প্রশাসনকে ও ছাত্রীদের মতামত নিয়ে কাজ করবে  বলে জানান।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ