খাঁন মো. আ. মজিদ
ভালবাসা এমন কঠিন
আগে জানি নাই
আগে জানলে বন্ধুর সনে
প্রেম করিতাম না (২) আমি…..
প্রথমও যৌবনের কালে
তোমায় দেখিলাম
তোমার কথা মনে হলে
ভাল লাগে না |।
আসিবা আসিবা কইয়া ॥
আর তো আইলানা (2)
চিঠি দিলাম পত্র দিলাম
ওগো কালাচান
চিঠির আশায় বইসা রইলাম
চিঠি আইল না ॥
রাতে আমার ঘুম আসেনা :
আর তো জ্বালা সহে না (২)
মজিদ পাগল ভেবে বলে
প্রেম কইরো না
প্রেম করিলে এই দুঃখ
আর তো যাবে না
জেনে শুনে প্রেম করিয়া ॥
ভুল করিওনা (২)