মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চিত্রকর্মে প্রতিবাদের ছবি আকঁছেন শিক্ষার্থীরা

oppo_0

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নিয়ে নীলফামারী শহরের শহীদমিনার, পৌরমাঠসহ বিভিন্ন বিদ্যালয়ের দেয়ালে চিত্র আঁকছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র ও স্লোগান লিখে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছেন তারা।

সোমবার দুপুরে শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের দেওয়ালে চিত্র আঁকতে দেখা যায়।

এসময়ে আরও দেখা যায়, শিক্ষার্থীরা কেউ কেউ রং প্রস্তুত করছেন, কেউ রং তুলির কাজ করছেন আবার কেউ পানি দিয়ে দেওয়াল পরিস্কার করছেন। সবুজ-শ্যামল প্রকৃতি, জাতীয় পতাকা, শ্লোগান, বিক্ষোভের দিনগুলোর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র তুলে ধরার চেষ্টা করছেন তারা।

আরও দেখা যায়, শিক্ষার্থীরা লিখছেন পানি লাগবে পানি, নতুন বাংলাদেশ, স্বাধীন যখন করেছি সংষ্কারও আনবো, ৫২ দেখিনি ২৪ দেখেছি, এছাড়াও আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা বীরত্ব আকার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।

রাজিউর রহমান আরিফ নামে এক শিক্ষার্থী বলেন, কোটা সংস্কারে আন্দোলনে শহীদ আবু সাঈদ ভাইয়ের ছবি আকার চেষ্টা করছি। তিনি বীরত্ব দেখিয়েছেন৷ তিনি মেধার লড়াইয়ে নিজের জীবন দিয়েছেন। আমরা তাকে কখনোই ভুলবো না তাকে স্বরণীয় করে রাখতে দেয়ালে তার ছবি আকার চেষ্টা করছি।

আরেক শিক্ষার্থী অথই বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময়ে আমরা দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে মনের ভাব প্রকাশ করেছিলাম। এখন সেগুলে মুছে আন্দোলনের চিত্র আকার চেষ্টা করছি। আমরা শহরকে নতুনভাবে সাজাচ্ছি আমাদের শিক্ষক ও অভিভাবকরা সাহায্য করছেন। শহরের মানুষের কাছে আমাদের একটা চাওয়া আমরা কষ্ট করে দেয়ালে চিত্র আঁকছি তারা যেন নষ্ট না করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ