
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: চিরিরবন্দরে জামায়াত নেতা মকবুল মুন্সী মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ স্ত্রী ৬ ছেলে, ৫ মেয়ে ও ২২ টি নাতী নাতনি রেখে গেছেন।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন মোল্লা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
মরহুমের নামাজে জানাজা শনিবার বিকেল সাড়ে ৪ টায় রাণীরবন্দর ইয়াতিম খানা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য তিনি বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলা সদরে যাওয়ার পথে চিনিবাসডাঙ্গা নামক স্থানে ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।












