বৃহস্পতিবার, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

জমি নিয়ে বিরোধে শিম ক্ষেত বিনষ্ট করার অভিযোগ

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের শিম ক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ  উঠেছে ।  এ ঘটনায় তিনি ছয়জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎ঘটনাটি ঘটেছে   গত সোমবার দিবাগত রাতে উপজেলার থিরারপাড়া গ্রামের  শহিদুল ইসলামের চাষ করা ৪১  শতাংশ জমিতে শিম ক্ষেত কেটে ফেলা হয় এবং মাচাগুলো ভেঙে দেয়।

‎অভিযুক্তরা হলেন উপজেলার একই গ্রামের মৃত আজগার আলীর ছেলে আলমগীর বাদশা, মৃত মজনু মিয়ার দুই ছেলে আরিফুল মিয়া ও মশফিকুল রহমান, আলমগীরের স্ত্রী লায়লুন নাহার লিপি, মশফিকুলের স্ত্রী নুরভানু এবং মোজাফ্ফরের মেয়ে হুরী জান্নাত।

‎অভিযোগকারী শহিদুল ইসলাম বলেন, “জমিজমা নিয়ে বিরোধ অনেক পুরনো। কিন্তু শিম ক্ষেত কেটে ও মাচা ভেঙে যে পরিমাণ ক্ষতি করেছে, তা সহ্য করা কষ্টকর।  ক্ষেত কেটে দেওয়ার পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমি বিচার চাই।এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ  পরিদর্শক নবিন ইসলাম জানান,  এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ