মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষায় উপকরণ বিতরণকালে ছাত্রদলের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি: এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের সময় জয়পুরহাটের মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজে ছাত্রদলের উপর শিক্ষক কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  বিকেল ৪টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মঙ্গলবাড়ী কলেজ ছাত্রদল।
আহত নেতাকর্মীদের অভিযোগ, কলেজে শান্তিপূর্ণভাবে কলম, স্কেল, পানির বোতলসহ পরীক্ষার উপকরণ বিতরণের সময় কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনু তাদের উপর অতর্কিত হামলা চালান। এ সময় তিনি ব্যানার ছিঁড়ে ফেলেন, উপকরণ ছিনিয়ে নেন এবং কয়েকজন নেতাকর্মীকে ধাক্কা দিয়ে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মঙ্গলবাড়ী কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন ইলিয়াছ। এতে আরও বক্তব্য রাখেন দোগাছী ছাত্রদলের সভাপতি সোহান কবির, কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনু ফ্যাসিস্ট দলের নির্দেশে ছাত্রদলের নিরীহ নেতাকর্মীদের উপর বর্বর আচরণ করেছেন, যা গণতান্ত্রিক কর্মসূচির উপর নগ্ন হস্তক্ষেপের সামিল। বক্তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান পিনুকে ফোন করা হলে তিনি জানান, তিনি বর্তমানে বগুড়ায় আছেন এবং আগামী সোমবার জয়পুরহাটে ফিরবেন বলে ফোন কেটে দেন। তবে এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
এদিকে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হলে তারা আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দিবেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ