বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বাবার পর প্রাণ গেল ছেলের

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিলন মণ্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন মিলন মণ্ডলের মৃত্যু হয়।

নিহত মিলন মন্ডল উপজেলার ইকর গাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,বসতভিটার মাত্র এক শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী আব্দুল কাদের, শহিদুল ও আফজাল হোসেনসহ ৬ জনের সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস হলেও তাতেও কোন সমাধান হয়নি।

সর্বশেষ সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফজাল হোসেনের নেতৃত্বে অব্দুল কাদের ও শহিদুল ইসলাম বাবু মণ্ডলকে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় তার ছোট ভাই মিলন মণ্ডল তাকে বাঁচাতে গেলে তারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

এ সময় গ্রামবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সেখানেই চিকিৎসাধীন মিলন মণ্ডলের মৃত্যু হয়।

এদিকে মিলন মণ্ডলের মৃত্যুতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে গ্রামে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্য, স্বজন  ও এলাকাবাসী। এ সময় তারা বলেন, শুধু মাত্র জমি সংক্রান্ত বিরোধের জেরেই ২০ বছর আগে তার বাবা আব্দুস সাত্তার মণ্ডলকে তারা হত্যা করেছে বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন গ্রামবাসীরা ।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাজিবুল ইসলাম জানান, ঘটনাটি সকালে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *