জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে তৌফিকুর রহমান তৌফিক(২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক এলাকায় এ ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তৌফিকুর রহমান তৌফিক পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার নিজাম উদ্দিনে ছেলে। সে এবারের এইচএসসি পাশ করেছেন।
(ওসি) হুমায়ুন কবির জানান, তৌফিকসহ তার কয়েকজন বন্ধু দুপুরে বৃষ্টির মধ্যে পুকুরে পানিতে গোসল করতে যায় । বন্ধুরা পুকুরের পানিতে গোসল করতে নামলেও তৌফিক পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এমনসময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় তৌফিক । সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।