শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুলকে হয়রানির অপচেষ্টা

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে অবস্থিত জিগা বাড়ী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, শিক্ষায় সম্মাননা পদকপ্রাপ্ত মো. রফিকুল ইসলামকে হয়রানি ও সুনাম নষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়েরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ্রচার চালাচ্ছেন বলে ভুক্তভোগী প্রধান শিক্ষক জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জমি দানসহ অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টি স্থাপন করেছি। তিল তিল করে গড়া এ প্রতিষ্ঠানটি পরিচালনায় ম্যানেজিং কমিটি, টিআর সদস্যসহ সকল শিক্ষক /কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। এরপরও একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রধান শিক্ষককে হয়রানি ও ফাঁসাতে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়েরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর তৎপরতা চালাচ্ছেন।

এ ব্যাপারে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম একজন সহজ, সরল, দক্ষ ও অভিজ্ঞ মানুষ। তার বিরুদ্ধে আনীত অভিযোগসমুহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যা তারা কোনদিনও প্রমাণ করতে পারবে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক এক পরিপত্রে জানানো হয়েছে যে, অহেতুক কোনো শিক্ষককে হয়রানি বা চাকরিচ্যুত করা যাবে না। সেক্ষেত্রে এ কুচক্রী মহলটি একের পর এক কুৎসা রটনা করে একজন স্বনামধন্য পদকপ্রাপ্ত প্রধান শিক্ষককে হয়রানি করতে পারেন এটা তাদের বোধগম্য নহে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ