
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম: জুলাই বিল্পবে পুলিশের গুলিতে নিহত নন্দীগ্রামের শহীদ সোহেলের পরিবারের নিকট পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করেছেন বগুড়ার জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বৃহস্পতিবার বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী নিয়ে শহীদ সোহেলের পরিবারে নিকট ছুটে যান নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তুলে দেন শহীদ সোহেলের বাবা ফেরদৌস রহমানের হাতে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, জুলাই বিল্পবে শহীদ নন্দীগ্রাম উপজেলার সোহেল রানার পরিবারের নিকট বগুড়া জেলা প্রশাসকের উদ্যোগে পবিত্র রমজান মাসে দেওয়া এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে বিজয় মিছিল নিয়ে গণভবনে যাওয়ার পথে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হন বগুড়ার নন্দীগ্রামের ভুস্কুর গ্রামের এই সোহেল রানা।