
ইব্রাহীম আহমেদ, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার দুপুরে টঙ্গীর পাগার এলাকায় সংঘর্ষ বাধে।
এলাকাবাসী জানায়, পাগার সোসাইটি মাঠ এলাকার উইন্ডি গ্রুপের প্রতিষ্ঠান উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের বর্জিত ঝুট মালামাল ডেলিভারিকে কেন্দ্র করে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের অনুসারীদের সাথে স্থানীয় বিএনপি নেতা রয়েল হায়দারের অনুসারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
তবে স্থানীয়দের দাবি, ব্যবসায়িক স্বার্থ নিয়ে এই বিরোধ নতুন নয়, এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল।
পুলিশ জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।