
কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণ কাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। এদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংড়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী এবং অন্যজন বানিয়াফৈর এলাকার মুক্তার আলী। এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে প্রায় ২০ জন নির্মাণ শ্রমিক একটি পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাংড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস পিকআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এবং নির্মাণ শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, “নিহত দুই শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”