শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের ঘাটাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ

কবির হোসেন, টাঙ্গাইল:  টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলে নির্বাচনের ঘর নির্মানের টাকা আত্নসাত ও শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে একই উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদার বিরুদ্ধে।

প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতার কারণে শিক্ষার্থীদের অভিভাবক গন একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলামের দপ্তরে দায়ের করেছে।

জানা যায়, উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী একটি ঘর নির্মাণের জন্য ২লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। কোন প্রকার কাউকে তোয়াক্কা না করে ঘর নির্মান না করে সমস্ত টাকা আত্নসাতৎ করে প্রধান শিক্ষিকা মোর্শেদা বেগম। পরে স্থানীয় লোকজন তাদের নিজস্ব টাকা দিয়ে ঘর নির্মান করে দেন।

পরবর্তীতে ঐ শিক্ষিকা তার নিজ ক্ষমতা বলে সে টিন গুলো নিজেই নিয়ে নেয়। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন জানান নির্বাচনী ঘর নির্মাণের টাকা আত্নসাত করেছে এমন কি জনগনের দেওয়া টিনগুলিও নিয়ে নিয়েছে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নুর জাহান আক্তার, জেসমিন আক্তার প্রধান শিক্ষিকা মোর্শেদা প্রত্যায়ন পত্র দিয়ে টাকা নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ গত ১২ জানুয়ারি শিক্ষা অফিসারের দপ্তরে দায়ের করেন।

লক্ষিন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শদার নিকট তার বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে রাজি হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া বিষয়ে স্বীকার করেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: শারমিন ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ