
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন- জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরী, শামীমা চৌধুরী বিথী, আশরাফুন্নেছা পারুল, সৈয়দা মোনালিসা, নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূইয়া চায়না, সীমা ইসলাম, রাশেদা পারভীন মনি, নাজমা বেগম রত্না, বীণা চৌধুরী, শামীমা আরা নিগার, জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমী, তানিয়া সুলতানা হ্যাপী, তানিয়া হক শোভা, নিলুফা ইয়াসমিন সম্পা ও উছমিন আরা বেলীসহ প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি সম্মান প্রদর্শন করে পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ ’৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন ।
পরে আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেইজী সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বাইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।