বুধবার, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডা. জোবায়দা রহমানের জন্মদিনে শ্রীমঙ্গলে যুবদলের নানান কর্মসূচি

মৌলভীবাজার প্রতি‌নি‌ধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে শ্রীমঙ্গলে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে শ্রীমঙ্গল পৌর শাখা যুবদল।

শুক্রবার সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ পল হ্যারিস স্কুল মাঠ ও শিশু উদ্যান মাঠে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান নওশাদ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য দুরুদ আহমেদ মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মশিউর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, যুক্তরাজ্য শাখা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম সামাদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির সিরাজী, মো. জনি আহমেদ, মনির হোসেন, উপজেলা যুবদল নেতা আব্দুল কাদির জিলানী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সজিব কান্তি দাশ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান মিয়া, সাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারজান আহমেদ রাব্বি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। পরবর্তীতে পরিবেশ রক্ষায় অবদান রাখার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে ফলজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ