
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ৬ দিনের ব্যবধানে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ৮ বছরের শিশুকন্যাকে ধর্ষণের খবর পাওয়া গেছে।
এর আগে গত ১১ মে উপজেলা সদরের ডিমলা থানার ২শ’ গজ দূরত্বে একটি বাড়িতে ৯ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলার অন্য দুই আসামিকে গ্রেফতার করলেও ৬ দিনেও মূল আসামিকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে মামলার মূল আসামি (শীবমন্দির) পাড়ার শ্রী কৈলাশ দাস মঙ্গুর ছেলে শ্রী প্রমিত দাস (১৭) নীলফামারী আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন না মঞ্জুর করে তাকে যশোর কিশোর সংশোধনাগারে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।
এদিকে শুক্রবার সকালে উপজেলার ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশুকে একই এলাকার এক সন্তানের জনক মমিনুর রহমান (২৮) ধর্ষণ করেন বলে জানায় ধর্ষিতার পরিবার। ঘটনার পর ধর্ষিতা শিশু কন্যাটির রক্তাক্ত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার পিতা সোহেল রানা ওরফে মিলন বাদী হয়ে মমিনুর রহমানকে আসামি করে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।