
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়।
বুধবার (১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যার বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।