শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি : গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সময়ে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো:লুৎফুর রহমান।
সোমবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মো: লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ,সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো শত্রু নয়। সাংবাদিকদের উপর নিজের পেশাগত দায়িত্ব পালনকালে এমন প্রাণঘাতি হামলা কোন ভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানাই – সাংবাদিকদের উপর হামলাকারীদের উপর খুঁজে বের করে যেন শাস্তি নিশ্চিত করা হোক। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচার দাবি করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *