বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তাপসের প্রচারণায় ছাত্রলীগের মাহিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম)।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ৬৬নং ওয়ার্ডের ডেমরা বাঁশের পুল এলাকায় নৌকার নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করেন।

জানতে চাইলে মাহিম বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আমাদের ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে, সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতিবাজ, মাদক ও সন্ত্রাস নির্মূলে গতিশীল ও আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিকল্প নেই, এই মুহূর্তে তাঁকে নৌকা প্রতীকে নির্বাচিত করায় আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী নৌকা মার্কাকে বিজয়ী করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে নৌকার নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রহমান মাহিম (ছবি সংগৃহীত)

এসময় তিনি সকলের নিকট নৌকা মার্কায় ভোট চাওয়ার আকুতি জানিয়ে বলেন, আগামী ১ তারিখ আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করতে, ঐতিহ্যের সাথে, সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকায় ভোট চাই।

ছাত্রলীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস এরই প্রতিফলন। এরই ধারাবাহিকতায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

৬৬নং ওয়ার্ডের নৌকার প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সমন্বয়ে প্রেরিত ছাত্রলীগের সমন্বয় কমিটির দায়িত্বে থাকা এ নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দরা বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এসময় ওই এলাকার আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. হানিফ তালুকদার এবং স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ