
বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা তালার ইসলামকাটি ইউনিয়নে সুজনসাহা বাজারের পাশে নাথ পাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথের মরদেহ পাওয়া গেছে।
বুধবার সকালে পাশের বাড়ির শুব্রত মল্লিকের সুপারি বাগানে তার মরদেহ পাওয়া যায়।
মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর তাকে সকালে সুপারি বাগানে পাওয়া যায়।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তালা উপজেলা সার্কেল এএসপি, তালা থানার অফিসার্স ইনচার্জ, ইউ পি চেয়ারম্যান, সদস্য বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি, তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।