খাঁন মো. আ. মজিদ
তোমরা দেখছ নিরে ভাই
তোমরা শুনছ নিরে ভাই
রাস্তা দিয়া হাইটা যায়
নবী মোস্তফায় (2)
খোদার দোস্ত পেয়ারের নবী
ওহে দয়াময়
উম্মত উম্মত বইলা
কান্দে যারে যার নবী ॥
সেই দুঃখেতে দিনের নবী
মদীনাতে যায় (২)
বিচার কর বিচার কর
উম্মতের বিচার
মা ফাতেমা কান্দে হায়রে
দুই হস্ত তুলিয়া ॥
উম্মত ছাড়া চাইনা কিছু আর
তোমারই রওজা (২).