মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে খানাখন্দে ভরা সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে বলিপাড়া বাজার যাওয়ার প্রধান সড়কটি বেহাল অবস্থায় দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীসহ চালক, শিক্ষার্থী ও কর্মজীবীরা।

সড়কের মাঝখানে থাকা ছোট বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অসংখ্য যানবাহন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন এলাকাবাসীর।

সচেতন মহলের ভাষ্যমতে, বলিপাড়া বাজারে রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে শুধু তিন চাকার মহেন্দ্র, মোটরসাইকেল আর ট্রাক। দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিনই বাড়বে দুর্ঘটনার শঙ্কা, বাড়বে মানুষের দুর্ভোগ। খানাখন্দ ভরা এই সড়ক যেন উন্নয়নের পথে একটি বড় বাধা। তাই চরম ভোগান্তির নিরসনে দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, সড়কটি শুধু জীবনের ঝুঁকিই বাড়াচ্ছে না, থমকে দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজনে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো এখন এক বিশাল চ্যালেঞ্জ। বর্ষায় এই দুর্ভোগের মাত্রা আরও বাড়ে। খানাখন্দ ভরা সড়ক এখন চলাচলের ভোগান্তি শেষ নেই।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ২০২২-২৩ অর্থ বছরে ৭০ লক্ষ টাকার ব্যয়ে বান্দরবান-থানচি সড়কের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চেক পোস্ট হতে বলিবাজার যাওয়ার রাস্তা প্রায় ৫০০ মিটার দূরত্বে সড়কটি ৪ ইঞ্চি আরসিসি (ব্লক) দিয়ে নির্মাণ করা হয়েছিল।

এদিকে ব্যবসায়ীরা বলেছেন, সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। খানাখন্দে পড়ে উল্টে যাচ্ছে অসংখ্য যানবাহন। এখন আর বলিপাড়া বাজারে যাত্রীবাহী বাস যায় না। সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে যাত্রীরা। এবং স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পণ্য পরিবহনে।

থানচি উপজেলা এলজিইডি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: আবু হানিফ বলেন, বলিপাড়া বাজার যাওয়ার সড়কের টেন্ডার হচ্ছে। ডিজাইন পরিবর্তন করে আরসিসি ঢালাই হবে বলিপাড়া ক্যাম্প থেকে বাজার পর্যন্ত। সংশোধিত প্রাক্কলনটি অনুমোদন পেলেই দ্রুত বাস্তবায়ন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ