শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে বম জনগোষ্ঠীদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে বম জনগোষ্ঠীর বাকলাই পাড়া বাসিন্দাদের সাথে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে থানচি রুমায় বাকলাই পাড়া প্রাঙ্গনে বিভিন্ন পাড়াপ্রধান কারবারি ও গ্রাম বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই এলাকায় বিভিন্ন গ্রামের বম সম্প্রদায়ের ৭৭ জনের মাঝে প্রতিজনের ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ, আড়াই লিটার তেলসহ খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এবং পানির সমস্যা নিরসনে বাকলাই পাড়াতে একটি ওয়াটার রিজার্ভারের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।

এসময় সভায় প্রধান অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন দ্য ম্যাজিস্ট্রেট টাইগারস এর অধিনায়ক লে. কর্নেল জুলকার নাঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলাই ক্যাম্পের কর্মকর্তাগণ, জয়রাম বম, পাকত্লিং বম প্রমুখ। এছাড়াও ধর্মযাজক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাড়াবাসীরা ও বিভিন্ন গ্রামের কারবারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দ্য ম্যাজিস্ট্রেট টাইগারস এর অধিনায়ক লেঃ কর্নেল জুলকার নাঈন বলেন, পাহাড়ে বিভিন্ন গ্রামের জনগণের জীবনমান ও সার্বিক উন্নয়নের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। যারা পাড়ার ছেড়ে পালিয়ে বিভিন্ন স্থানের আছেন, তারা নিজ গ্রামের এসে নির্ভয়ে স্বাভাবিক জীবন যাপনের জন্য সকল প্রকার সহযোগিতার প্রদান করা হবে। জনগণের নিরাপত্তার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশ ও জনগণের সর্বদা পাশে থাকবে সেনাবাহিনীর। এবং দেশের সন্ত্রাসী কর্মকান্ড ও সকল ধরনের রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকার আহব্বান জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *