রবিবার, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে সাংগ্রাই উৎসবের ভলিবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): “ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন বজায় রেখে মৈত্রী শুভেচ্ছা বিনিময় হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৌদ্ধ ধর্মালম্বীদের নতুন বছর বরণে তাইনখুং লাঃপ্রেহ্ মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের উপলক্ষে বান্দরবানের থানচিতে প্রথম বারের মতো ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উৎসবমুখর পরিবেশে থানচি কলেজ মাঠপ্রাঙ্গনে ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ভলিবল টুর্নামেন্টের ডেঞ্জার ইলেভেন সাথে রেমাক্রী একাদশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন সেটের মধ্যে ১-২ ম্যাচের ব্যবধানে ফাইনালে জিতেছেন রেমাক্রী একাদশ দল।

প্রথম বারের মতো মাহা সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে মাহা সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ১২টি দলে অংশগ্রহণে প্রতিটি দলের তিন সেটের অনুষ্ঠিত হচ্ছে। ভলিবল টুর্নামেন্টে সেখানে যৌথভাবে স্পনসর করছেন– সাঙ্গু প্রিন্টার্স, থানচি হিল ফ্যাশন, মেমেসিং ফুচকা এন্ড কফি হাউস এবং সাঙ্গু রেস্টুরেন্ট এন্ড মুন্ডি হাউস।

উদযাপন কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারে এপ্রিলের ১ তারিখে হতে মাহা সাংগ্রাই উৎসব ঘিরে প্রথম বারের মতো ভলিবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করে ৯ এপ্রিলে ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। ভলিবল টুর্নামেন্টের বিভিন্ন সম্প্রদায়ের ১২টি দলে অংশগ্রহণ করছেন। এবং অন্য উপজেলা আলীকদম থেকেও একটি টিম অংশ নেন।

পরে মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের উপলক্ষে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ফাইনাল খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট ও জেলা পরিষদের সদস্য উবাথোয়াই মারমা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি কলেজ অধ্যাপক ধমিনী ত্রিপুরা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা প্রমূখ।

এছাড়াও থানচি হেডম্যান পাড়া সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক চশৈউ মারমা, টিমং পাড়া সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক আগষ্টিন ত্রিপুরা, যুব-সমাজের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুমংপ্রু মারমা (টাইগার)’সহ সাংবাদিক, মাহা সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সদস্যরা, দর্শকবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশা লোকজন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ