মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

থানচিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, (প্রশাসন-৩ শাখা, বাজেট ও অডিট) উপসচিব দেবাশিস কুমার দাস।

তাছাড়া সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার মোঃ রিপাজ উদ্দিন উপস্থাপনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। প্রযুক্তিটির মাধ্যমে সংগৃহীত বৃষ্টির পানির ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

এসময় বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়, থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ও থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ